সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাকের নীচে চাপা পরে ১ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়েছে । আজ শনিবার বিকাল ৩ টায় উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের চিত্রকোট ইউনিয়নের মরিচা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
শেখরনগর ফারির ইনচার্জ মো.নাসির শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী একটি ট্রাক বাসাবাড়ির মালামাল নিয়ে নবাবগঞ্জ যাওয়ার পথে মরিচা নামক এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের খাদে পড়ে যায় । এ সময় নান্নু মিয়া নামে ১ জন শ্রমিক ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ৩ শ্রমিক আহত হয় । নিহত নান্নু মিয়া পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা । গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে । নিহত এবং আহত ৪ জন ওই ট্রাকেই ড্রাইভারের পাশে বসা ছিল । এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি ।
ইসমাইল খন্দকার
০১৯১৩৭৭৮৭৮৪
তাং-০৫-০৬-২০২১ ইং