স্টাফ রির্পোটার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে জেলার সার্কিট হাউজে স্থানীয় সরকার বিভাগের ২০১৯-২০২১ অর্থবছরের দক্ষতা মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এ স্বীকৃতি পেয়েছেন। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার তার হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন। ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি বলেন- এ অর্জন উপজেলাবাসীর। এ স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করবে। আমি যেন সৎ ভাবে জনগনের সেবা করতে পারি। গ্রামের সকল মানুষের মুখে হাসি ফুটাতে পারি। যতদিন বাচবো উপজেলার বাসীর পাশে থেকে একজন সাধারণ মানুষ হিসাবে কাজ করে যেতে চাই।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলার ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, আরিফ হালদার, মিলেনুর রহমান মিলন, আ. রহিম মিয়া প্রমুখ।