মিরকাদিম পৌর মেয়রের ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ
মো. সুজন বেপারী – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজি আব্দুস সালাম ৬ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
১৯ জুলাই সোমবার সকাল সাত টায় নিজ বাসভবন থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ২৫ কেজি চাউল, ৭ কেজি আলু ও এককেজি লবন।
এসময় হাজি আব্দুস সালাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও নিজস্ব অর্থায়নে ৬ শতাধিক দরিদ্রের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হল।
মাননীয় প্রধানমন্ত্রী একজন সৎ ও ভালো মানুষ তার মত এরকম প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশের একজন গরিব মানুষ ও না খেয়ে থাকবে না।
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মিরকাদিম পৌরসভার মেয়র প্রার্থী নির্বাচন করায় এবং আমি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি ও একসময় গরিব ছিলাম তাই মানুষের দুঃখ কষ্ট আমি বুজি, জনপ্রতিনিধি হওয়ার আগেও মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।